আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। শনিবার (৫জানুয়ারী) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে প্রার্থীতা ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ উন্নয়নের কান্ডারী সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমি তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইব। মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহন করব ।

তিনি আরও বলেন, তালা উপজেলার সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সংস্কৃতি ও পরিবেশের উন্নয়নে আমার নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে সুযোগ পেলে সুধীজনদের পরামর্শ নিয়ে তা বাস্তবায়ন করবো।

এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. অনিত মূখার্জী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার ইমান আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন