তোষিকে কাইফু:  শনিবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত চিকিৎসক সংসদ সদস্যবৃন্দ ধানমন্ডি-৩২ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় তাঁরা জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার, বার বার দরকার স্লোগানে ধানমন্ডি -৩২ মুখরিত করে তোলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি,অধ্যাপক হাবিবে মিল্লাত এমপি,অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ এমপি,অধ্যাপক ডা: মো: মুনসুর রহমান এমপি,অধ্যাপক ডা: শামিল উদ্দীন আহমেদ শিমুল এমপি।

ঢাকা পঙ্গু হাসপাতালের ডা: জাহাঙ্গীর আলম,হৃদরোগ হাসপাতালের ডা: কাজল কর্মকার সহ স্বাচিপ ও বিএমএ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ডা: আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,”একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় গঠনতন্ত্রের বিজয়।বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে।আমরা চিকিৎসক সমাজ বিশ্বাস করি,আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে দেশের ১৬ কোটি মানুষের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।আশা করি,আগামীদিনে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন