সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জোৎস্না আরা। বার বার পৌর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। যিনি ছুটে চলেছেন প্রতিনিয়ত সাতক্ষীরা প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডের মা-বোনদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরতে।সফল কাউন্সিলর হিসাবে তিনি বছরের পর বছর এলাকার নির্যাতিতা মহিলাদের পাশে দাড়িয়ে তাদেরকে আইনগত সহায়তা করে যাচ্ছেন।এলাকার গরীব, দু:স্থ্য ও অসহায়দের প্রতি কাউন্সিলর জোৎন্সা আরার রয়েছে অগাধ ভালোবাসা।প্রতি বৎসর তীব্র শীতের সময় তিনি অসহায় ও দু:স্থ্য মানুষদের মধ্যে নিজের তহবিল থেকে কম্বল বিতরন করেন।
তার বলিষ্ট নেতৃত্বে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার মা-বোনেরা নৌকার পক্ষে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়েছেন।এলাকার ধর্মভীরু মহিলা যারা আগে জামাতের সমর্থন করতেন, কাউন্সিলর জোৎন্সা আরা তাদের বাড়ি গিয়ে মোটিভেশন দিয়ে তাদেরকে সেই পরাজিত শকুনের হাত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।তার জয় বাংলা শ্লোগানে সাতক্ষীরার অবহেলিত নারীরা ভরষা পায়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ নারীরা সাতক্ষীরার রাজ পথে নামে নিজের অধিকার আদায় করার জন্য, তাই সাতক্ষীরার নারী সমাজের একটায় চাওয়া আগামী দিনে সমাজের গরীব ও সুবিধা বঞ্চিত মহিলাদের একমাত্র ভরষা জোৎস্না আরা হবে সাতক্ষীরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য।