সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে রাস্তার উপরে যত্রতত্র ট্রাক পার্কিং করার কারনে ট্রাক চাঁপায় হোটেল কর্মচারি মনোয়ারা খাতুন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারি আবুল কাসেম কে আটকসহ ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।রবিবার সকাল সাড়ে এগারটার দিকে এঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহর আলী সরদারে মেয়ে।
আটক আবুল কাসেম (৩৩) সাতক্ষীরা সদরের বাটকেখালী গ্রামের পিয়ার আলীর ছেলে ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, সার্ভিসিংয়ের কাজ শেষে বাঙ্গালের মোড় এলাকার একটি অটো সার্ভিসিং সেন্টার থেকে ট্রাকটিকে বের করে রাস্তায় তুলছিল চালকের সহকারি আবুল কাসেম। এসময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শহরের রশিদ হোটেলের রাধুনি মনোয়ারা খাতুন।
এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে জব্দ করে ও হেল্পার আবুল কাসেমকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।ট্রাক এক্সিডেন্টের হোটেল কর্মচারী(মহিলার) মর্মান্তিক মৃত্য দেখে আসেপাসের জনগণ সেখানে এসে ফুসলে উঠেছেন।এসময় বিক্ষিপ্ত জনতার মধ্যে স্থানীয় বাসিন্দা খান সুমন বলেন বাঁঙালের মোড় থেকে ইটাগাছা পুলিশ ফাঁড়ি পর্যন্ত শহরের চিকন রাস্তার পাশে ট্রাক রাখার কারনে আজ এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে।বিক্ষিপ্ত জনগণের মধ্যে খান মুন্না,জিসান,জিকো,মাসুদ প্রতিবেদক কে বলেন,শুধু আজকে এটি প্রথম ঘটনা নয়।শহরের মধ্যে রাস্তার উপরে ট্রাক পার্কিং করায় গত ২ মাস আগেও এই রাস্তায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।তারা আরো বলেন ট্রাক গুলো রাস্তার উপর থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে পার্কিং করলে ভবিষ্যতে এধরনের সড়ক দূর্ঘঘটনা হৃাস পাবে বলে স্থানীয় জনগণ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের দৃষ্টি আর্কষন করেছেন।