সাতক্ষীরা জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রতি সপ্তাহের ন্যায় বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানী চলে দুপুর ১টা পর্যন্ত। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রান্তিক জনগোষ্ঠির সাথে সরাসরি কথা বলেন। জনগনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তৎক্ষনিক কিছু সমস্যার সমাধান করেন। গতকাল জেলার সকল উপজেলার প্রান্তিক পর্যায়ের নাগরিকদের মধ্য ১৮৫ জন বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের গণশুনানীতে হাজির হয়।
এর মধ্যে চিকিৎসা খরচ সহ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ৬ জনের তৎক্ষনিক নিষ্পত্তি করা হয়। শুধু তাই নয় কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের হান্নান পাটালীর চলাচলের অবরুদ্ধ পথ মুক্ত করলেন। ৯টি আবেদন চলমান রয়েছে। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধ, খাস জমির আবেদন এবং সরকার সহায়তায় বসতবাড়ী স্থাপনের দাবি উঠেছে অনেক আবেদনে। এখানেই শেষ নয় বহু দুঃস্থ অসহায় শীতার্থ ব্যক্তি শীত বস্ত্র কম্বল পেয়েছে।
গণশুনানী কালে স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি(উপসচিব) শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায়, সহকারি কমিশনার আসফিয়া সিরাত, মোঃ আজহার আলী, মোছা: মুর্শিদা আক্তার উপস্থিত ছিলেন।