ভোমরা ল্যান্ডপোর্ট পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ।সূত্র জানায় বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা ভোমরা ইউনিয়নে অবস্থিত স্থল বন্দর পরিদর্শনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ।এসময় সাতক্ষীরা থানার পরিদর্শক(তদন্ত) মো:মহিদুল ইসলাম ও সদর থানার পরিদর্শক(অপারেশন্স) মো:সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।সূত্র আরো জানায়,প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভোমরা স্থলবন্দরের গুরুত্ব, সম্ভাবনা এবং বন্দর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নসহ বন্দরের নিরাপত্তার বিষয় নিয়ে স্থল বন্দরের উপ-পরিচালক(প্রশাসন) ও ডিডি(ট্রাফিক) মো:রেজাউল করিমের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বন্দরের সুষ্ঠু পরিচালনা, ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।সভায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ স্থলবন্দরের নিরাপত্তা দেওয়ার বিষয়ে বন্দরকতৃপক্ষ কে আশ্বস্থ্য করেন।এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত)মো:মহিদুল ইসলাম,সদর থানার পরিদর্শক(অপারেশন্স) জনাব সেকেন্দার আলী,  বন্দরের ট্রাফিক পরিদর্শক জনাব শহিদুল ইসলাম খাঁন ও ফায়ারম্যান কাম ফায়ার হাইড্রেন্ট অপারেটর জনাব ওবায়দুর রহমান সহ ভোমরা ইমিগ্রেশন আইসি সাব-ইন্সপেক্টর জুয়েল  উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন