আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এসএম শওকত হোসেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন তিনি। ইতিমধ্যেই সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস,এম শওকত হোসেন জন্মগত ভাবে আওয়ামী পরিবারের সন্তান। তিনি ১৯৫৫ সালের ১ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
স্থানীয়ভাবে প্রাথমিক শিক্ষা অতিক্রম করে তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কলারোয়া কলেজ থেকে এইচএসসি ও বি.এ পাশ করেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কলারোয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্ররাজনীতির শেষে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সোনালি ব্যাংকে চাকরী করেন। কিন্তু রাজনীতির জন্যই চাকরী ছেড়ে দিয়ে রাজনীতির পাশাপাশি জড়িয়ে পড়েন ব্যবসায়।
ছাত্রলীগ থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন ১৯৮৩ সালে। ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের পরিচয় দেন তিনি। তার সৎ আদর্শপরায়ণতা, কর্মোঠত্বগুণ নেতৃত্বের কারনে ১৯৮৮ সালে সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িক্ত পালন করেন ১৯৯১ সাল পর্যন্ত এবং একই সাল থেকে অদ্যাবধি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।
১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দুই মেয়াদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার দক্ষ নেতৃত্বে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ভালোবাসা অর্জন করে সর্বপ্রথম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০০৩ সালের ২৪ ডিসেম্বর এবং ২০০৩ সালের ২৪ ডিসেম্বর থেকে অদ্যাবধি দুই মেয়াদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দক্ষতার সাথে।
মূলধারার আওয়ামী লীগের রাজনীতিতে ১৯৮৮ থেকে অদ্যাবধি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং একই সাল থেকে ধারাবাহিক ভাবে সুদীর্ঘ ৩১বছর সদর উপজেলার অন্তগত ১৪টি ইউনিয়নে নেতৃত্ব দিয়েছেন আহবায়ক, সাধারণ সম্পাদক ও সর্বশেষ সভাপতি হিসেবে দক্ষতার সাথে দল পরিচালনা করে যাচ্ছেন তিনি।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সর্বপ্রথম দলীয় মনোনয়ন চান তিনি। তবে মনোনয়ন থেকে বঞ্চিত হন। পরবর্তীতে পরপর তিনবার (২০০১, ২০০৮ ও ২০১৪) জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসন থেকে দল ও ঐক্যের স্বার্থে দলীয় মনোনয়ন চাননি।
সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চাইলেও মনোনয়ন লাভ থেকে বঞ্চিত হোন। মনোনয়ন থেকে বঞ্চিত হয়েও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় অর্জনে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি।

-তথ্য :পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন