হাসানউল্লাহ: সাতক্ষীরা শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে অভিযান। গত ৩ দিন যাবত ৪ জন নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আটক করা হয় কয়েক শত ইঞ্জিন ভ্যান নছিমন করিমন ইজিবাইক ব্যাটারী ভ্যান প্রকৃতির যানবাহন। এরফলে শহর অনেকটা যানবাহন শুন্য হয়ে পড়েছে। গত রোববার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ সুপার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
সুত্র জানান শহরের মেডিকেল কলেজ হতে সার্কিট হাউজ মোড়, নিউ মার্কেট হতে পাকাপোল হয়ে পুরাতন সাতক্ষীরার কালীবাড়ির মোড়, নারকেলতলা হতে কাজল সরণী হয়ে বড় বাজারের মোড়, পোষ্ট অফিস মোড় হতে সরকারী (বালক) কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত এবং খুলনা রোড মোড় হতে বিজিবি ক্যাম্প হয়ে বিনেরপোতা পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান এবং যত্রতত্র রাস্তার উপর ফেলে রাখা মালামাল যা জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি করছে এ সকল মালামাল অপসরণ করে জনসাধারণের চলার উপযোগী পরিবেশ করার অভিযান অব্যাহত আছে। তবে শহরের মধ্যে পৌরসভার কাছ থেকে লাইসেন্স না নিয়ে অবৈধভাবে চলাচলরত ইজিবাইক ও মটর ভ্যান আটক করে তাদের পৌরসভার কাছ থেকে লাইসেন্স নিয়ে শহরে চালানোর জন্য জরিমানা না করে সতর্ক করে দেওয়া হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন