একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন।

সেই লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে নবীন-প্রবীণ একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নবীন প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে লড়তে চান কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার খবরে বিশেষ করে এলাকার তরুণ ও সর্বস্থরের ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাঈদ মেহেদীকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আর এ ধরনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। নিজের প্রার্থীতার বিষয়ে সাঈদ মেহেদী সাংবাদিকদের জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নে তিনি দৃঢ় অঙ্গিকার বদ্ধ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক , সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন