মাহফিজুল ইসলাম আককাজ: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণার উদ্বোধন, এমপি রবিকে সংবর্ধনা, পুরস্কার বিতরনী, শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাঙালীর গৌরব উজ্জল ইতিহাসের সাথে আজকের শিক্ষার্থীদের পরিচিতি করাতে হবে। যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠঅনের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুর্দ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য় উপলব্ধি করবে এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সমৃদ্ধি বিকাশে সক্রিয় ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যাবসয়ের হাত ধরে
এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।’বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা আওয়ামী লীগের সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাহানা মহিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সহকারি অধ্যাপক রেজাউল করিম, সৈয়দ নাজমুল হক বকুল, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অয়ন ও সুমাইয়া সুলতানা প্রমুখ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সহকারি অধ্যাপক শরীফ আহমদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন