সাতক্ষীরা ক্যালেক্টরেট স্কুলের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১.৩০ মিনিটে কালেক্টরেট স্কুলের সম্মেলন কক্ষে মা সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ও জেলা প্রশাসক পত্নী মিসেস লাভলী কামাল।সমাবেশে স্কুলে অধ্যায়নরত কোমলমতি শিশুদের মায়েরা (অবিভাবক) গণ অংশ গ্রহণ করেন।এ সময় স্কুলের অধ্যক্ষ ও জেলা প্রশাসক পত্নী লাভলী কামাল ছাত্র-ছাত্রীদের অবিভাবক দের উদ্যেশ্য বলেন আপনার সন্তান কে আপনারা ছোট বেলা থেকে যা যা অভ্যাস করা শেখাবেন তারা বড় হয়ে সেগুলোই করবে।আপনার সন্তানকে খারাপ জিনিষ গুলো কে না বলা শেখাবেন।দেখবেন, তাদের অনেকেই দাঁত দিয়ে নোখ কাটে ফলে তাদের পেটের সমস্যার কারন হয়ে দাড়ায়।এজন্য তাদের কে দাঁত দিয়ে নোট থাকা থেকে বিরত থাকতে বলতে হবে। বাচ্চাদের কে রোজ সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাস করা ও ঘুমানোর আগে ব্রাস করে ঘুমানো অভ্যাস করতে হবে। এভাবে বাচ্চাদের বুঝিয়ে বুঝিয়ে সকল বাজে অভ্যাস থেকে বিরত থাকতে হবে।এসময় স্কুলের অধ্যক্ষ ও জেলা প্রশাসক পত্নী মিসেস লাভলী কামাল সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে ১ টি করে নেল কাটার উপহার দেন বাচ্চাদের নোখ কাটার জন্যে।তিনি অবিভাবকদের কে বলেন নোখ বড় হলে যেমন নেলকাটার দিয়ে বাড়তি অংশ কেটে ফেলতে হয় ঠিক তেমনি আপনার বাচ্চাদের সকল বাজে অভ্যাস নোখ কাটার মতন কেটে ফেলতে হবে।
মা সমাবেশে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চোধুরী,কালেক্টরেট স্কুলের একাডেমীক ইনচার্জ রবিউল ইসলাম,সহকারি শিক্ষক মামুন হোসেন,সহকারি শিক্ষক রাসেল মাহামুদ,সহকারি শিক্ষক মৌসুমি খাতুন সহ স্কুলের অন্যান্য স্টার্ফ বৃন্দ।