বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে গতকাল রোববার নগরীর শিরোমনি বাদামতলাস্থ বিআরটিএ কার্যালয়ে পেশাজীবী গাড়ি চালকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) মো: আবুল বাসারের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবরের পরিচালনায় অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পেশাগত গাড়িচালক দের কে ড্রাইভিং সংক্রান্ত টিপ্স দেন খুলনা বিআরটিএ উপ- পরিচালক মো:জিয়াউর রহমান(বাবু)। এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার সিদ্দিকুর রহমান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: স. ম. মইনুল হাসান ও খুলনা পলিটেকনিক ইনষ্টিটিউটের শক্তিকৌশল বিভাগের বিভাগীয় প্রধান রনজিৎ কুমার দাস।
প্রশিক্ষণ কর্মশালায় ১৩০জন পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন।