ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা মহিলা কাবাডির চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। এই খেলায় ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে ফরিদপুর জেলা দল।

শুক্রবার (২৯ মার্চ) আন্তঃজেলা মহিলা কাবাডির চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণায়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

চূড়ান্ত পর্বে অংশ নেয় আটটি জেলা দল। এরা হলো- ফরিদপুর, ময়মনসিংহ,নড়াইল,ঝিনাইদহ, রংপুর, নীলফামারী, রাঙ্গামাটি, মৌলভীবাজার।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিল ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।

মহিলা কাবাডির ফাইনাল খেলায় ফরিদপুর জেলা দলের সংগ্রহ ২৯ পয়েন্ট, অন্য দিকে ঝিনাইদহ জেলা দলের সংগ্রহ ২০ পয়েন্ট।

বিজয়ী ও রানাআপ দলের মধ্যে পুরস্কার তুলেন দেন- ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম আহসান তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা খন্দকার নাজমুল ইসলাম লেভীসহ সংশ্লিষ্টরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন