অটিজম সচেতনতায় গড়বো দেশ, স্বনির্ভরতায় বঙ্গবন্ধুর আর্দশের বাংলাদেশ!আজ ২রা এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম সম্বন্ধে জানুন এবং অটিজম সনাক্ত করতে সাহায্য করুন। অটিজম শিশুদের স্বাভাবিক জিবন যাপনে সহযোগিতা করুন!দিন টি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব রওশন আরা জামান এঁর দিক নির্দশনা মোতাবেক জেলার ৭ টি উপজেলায় পরিবার পরিকল্পনা অফিস ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র গুলো তে অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।নীল বাতি জেলে পুরো অফিস এলাকা ছিল নীল রংয়ের রংধনু ।সকালে উপজেলা পরিষদ চত্বতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ফ্যামিলি প্লানিং অফিসার জনাব মো:নকিবুল হাসানের সভাপতিত্বে সকাল ১০ টায় অফিস কক্ষে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অটিজম সচেতনা দিবস উপলক্ষে সভায় ফ্যামিলি প্লানিং অফিসার বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়,তাদের সুপ্ত প্রতিভা আছে।তারা কারো ভাই,তারা হয়তো কারো বোন। তাদের কে অবহেলার চোখে দেখার কোন সুযোগ নেই।তাদের কে স্নেহ, ভালবাসা ও গাইড দিয়ে তাদের কে লেখা পড়া শিখিয়ে স্বনির্ভর মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।তাদের সাথে কোন রকম বাজে আচরণ না করে তাদের কে সকল ক্ষেত্রে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:নকিবুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার এমওএমসিএইস এফপি ডা:মো:আমিনুল ইসলাম,অফিস সহকারি আলহাজ্জ আলী আহম্মেদ,বাশদহ ইউনিয়নের এফপি আই মিজানুর রহমান,কুশখালীর এফপি আই অসিকুর রহমান,বৈকারীর এফপিএই মোতাহার হোসেন,ফিংড়ির এফপিআই রহিমা খাতুন,আলিপুরের এফপিআই আব্দুল ওহাব সহ সদর উপজেলার পৌর এফপিআই মেহেদী সহ ১৪ টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক গণ উপস্থিত ছিলেন।
পরে সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলা ১১ টায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা:লিপিকা বিশ্বাষের সভাপতিত্বে অটিজম সচেতনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ন ব্যক্তব্য প্রদান করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এডি.সিসি ডা:জিএম মুজিবুর রহমান।এসময় অটিজম সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ ডব্লুউ ভি নাজমা খাতুন,অফিস সহকারি রোসেনা আক্তার পিন্টু,এফ ডব্লুউ ভি বিলকিস নাহার,বিউটি সহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সকল স্টার্থ গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিকে সারা দিন ও রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নীল বাতিতে আলোকিত ছিলো।
একই ভাবে তালা,কলারোয়া,আশাশুনি,দেবহাটা,কালিগজ্ঞ, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে নীল আলো জালিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন করা হয়।