আবর্তন
—————————-মনজুরুল হক।।

রাতের স্নিগ্ধ চাঁদ, তারা, পাখি,
আর ছাদের কার্নিশ ঘেসে নুয়ে পড়া সজনের ডাল,
কারো অপেক্ষায়।
ঝির ঝিরে জলের ঝাপটা আমাকে আবেশিত করে,
করে তোলে মোহময়।
আমিও কেমন যেন স্বপ্নের ঘোরে তারই আগমনের প্রতিক্ষায়।
অতি কাছের কৃষ্ণচূড়ার কমনীয়তা আমাকে ঘিরে ধরে,
প্রশ্ন করে বারংবার, কোথায় যেতে চাও এই নির্জন,
নিঃশব্দ আর কোলাহলহীন স্বর্গ থেকে?
উত্তর মেলেনা।
তার অবয়ব আমাকে বারংবার আঘাতে জর্জরিত করে,
অনুরাগ আর চঞ্চলতাকে ঘিরে ধরে,
নতুন কোন প্রাপ্তির আশায়
বুক বাঁধে নিরন্তর, শূণ্যে ভেসে যেতে চায়,
ভেসে যেতে চায় একবুক ভালবাসা নিয়ে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন