সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ।আকটকৃত আস্মীর নাম শফিকুল ইসলাম-৩৫, তার পিতার নাম মৃত রওশন আলী সরদার,গ্রাম – মাহামুদপুর, থানা+জেলা সাতক্ষীরা।
থানা পুলিশের বিশ্বস্থ্য সূত্র জানায়, পহেলা বৈশাখের দিন সকাল ১১ টার দিকে সাতক্ষীরা টু ভোমরা মহাসড়কের গাংনীয়া পুরাতন ব্রিজের উপরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সটেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মহাসীন,এএসআই শাহানুর আলম,এএসআই নুরনবী ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় অভিযান চালায় পুলিশ।এসময় জনৈক শফিকুল ইসলাম কে চ্যালেঞ্জ করে পুলিশের চৌকশ দলটি।পরে তার দেহ তল্লাসী করে বিশেষ কায়দার ফেন্সিডিল বহনের জন্য তৈরি জামার ভেতর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে জানান,জেলা পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ ও সদর সার্কেলের এডিশনাল এসপি জনাব মেরিনা আক্তার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।তারই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১ (পহেলা বৈশাখের দিন) ভোমরা গাংনীর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।তিনি আনো জানান,আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।