সিটিজেন জার্নালিষ্ট (জিমি):   গত ১৬ই এপ্রিল ২০১৯ ইং তারিখে ঢাকা রেঞ্জ ডিআইজির কনফারেন্স কক্ষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ও প্রশাসন) জনাব মোঃ আবু কালাম সিদ্দিক এর ডিআইজি হিসেবে পদোন্নতি সূত্রে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় বদলী হওয়া উপলক্ষে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম । উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিগণ, রেঞ্জের ১৩ (তেরো) টি জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ।

প্রাসংঙ্গত:গত ৩১ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ও প্রশাসন) জনাব মোঃ আবু কালাম সিদ্দিক কে স্পেশাল শাথার ডিআইজি পদে বদলি ও পদায়ন করা হয়।

একই আদেশে আরও আটজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলিকৃত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক মোঃ ময়নুল ইসলামকে পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রোকন উদ্দিনকে ট্রেনিং সেন্টার, নোয়াখালীর ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলামকে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল, ঢাকার ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ানকে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুরের ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দীন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকার ডিআইজি এবং পিবিআই’র অতিরিক্ত ডিআইজি মোঃ মাইনুল হাসানকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকার ডিআইজি হিসেবে বদলী করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন