নানা আয়োজনে খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত। এ উপলক্ষে আজ (বুধবার) রাত আটটায় নগরীর শহিদ হাদিস পার্কে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর কবির। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
অতিথিরা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আ¤্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু হয়। এই দিনটি একদিনে তৈরি হয়নি। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস এবং মুজিবনগরের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের নিকট সঠিকভাবে তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করতে নিরবছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে শহিদ হাদিস পার্কে এবং দিনে নগরীতে গুরুত্বপূর্ণ বিদ্যালয়সমূহে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালার প্রচার করছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকল উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হয়।