উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিস সদর সাতক্ষীরার আয়োজনে “জাতীয় পুষ্টি সপ্তাহ” ২৩-২৯ এপ্রিল/২০১৯ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়,মঙ্গলবার সকালে সদর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ সাইফুল্লাহ আল কাফির সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জার্ক পার্কে এসে সমাপ্ত হয়।পরে স্বাস্থ্য ও প:প:অফিসের সম্মেলন কক্ষে জাতিয় পুষ্টি সপ্তাহ” (২৩-২৯) উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মূল্যবান ব্যক্তব্য প্রদান করেন সদর উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার জনাব মো:নকিবুল হাসান।
তিনি বলেন, ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সেবা উপলক্ষে সদর উপজেলার স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচীর আয়োজন করেছে। শিশুকে জন্মের পর থেকেই মায়ের দুধ খাওয়াতে হবে।মায়ের দুধের উপর পুষ্টিকর খাবার অন্য কিছুতেই নেই।তিনি তার ব্যক্তব্যে আরো বলেন, জন্মের পর ৪৫ দিনের মাথায় শিশুকে বিসিজি,পেন্টা ভেলেন,পিটিভি,বিওপিভি ও আইপিভি এই ৫ টা টিকা দিতে হবে।এছাড়া মায়ের দুধের পাসাপাসি ৬ মাস বয়স থেকে শিশুকে ভাত+সবজি+ছোট মাছ+মাংশ রান্না করে বিলিন্ডারের লিকুইড করে শিশুকে খাওয়াতে হবে।বাহিরের খাবারের চাইতে বাড়ির খাবারের প্রতি বাচ্চা দের আকৃষ্ট করতে হবে।সেজন্য সকল মা দের কে আরো বেশি সচেতন হতে হবে।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলার স্বাস্থ্য অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।