খুলনা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে খুলনা শিরোমনিস্থ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মো:হাবিবুর রহমান বিপিএম(বার)।

বিশেষ কল্যাণ সভায় সবাই কে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রেঞ্জ ডিআইজি বলেন, নতুন বৎসরে আমরা নতুন কিছু করতে চাই।মাননীয় প্রধান মন্ত্রী দেশ জুড়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।আমরা সে লক্ষ নিয়েই কাজ করছি।আমরা চাই খুলনা জেলায় কোন মাদক ব্যবসায়ী থাকবেনা।তিনি বলেন মাদকের পাসাপাশি খুলনা জেলাতে কোন রকম জঙ্গিবাদ-সন্ত্রাস ও চাঁদা বাজ থাকবেনা।সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স দেখাতে হবে।তিনি আরো বলেন কোন নিরিহ মানুষ কে হয়রানী করা যাবেনা।হয়রানী করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন পুলিশ কে আরো বেশি জনবান্ধব হতে হবে।জনগনের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে আনতে হবে।

জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিচুর রহমান,খুলনা রেঞ্জ অফিসের স্টার্ফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষীণ) জিএম আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)মোহাম্মদ বদিউজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল)মো:সজিব খান,সি-সার্কেলের এডিশনাল এসপি বদরুদ্দোজা,সহকারী পুলিশ সুপার(সদর) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত এডিশনাল এসপি জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ,বিশেষ শাখার ডিআইওয়ান, গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জনাব এমদাদুল হক শেখ,ডুমুরিয়ার ওসি আমিনুল ইসলাম বিপ্লব সহ খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন