মাদক বিক্রেতাদের সম্পর্কে তথ্য জানা থাকলে তথ্য দেন আমাকে, আমি তথ্যদাতার পরিচয় গোপন রাখবো।গার্লস স্কুলের সামনে বখাটেরা ইভটিজিং করলে আমাকে তথ্য দেন,আমি ইভটিজিং বন্ধ করে দেবো।কোন দু:স্কৃতিকারীর তথ্য থাকলে আমাকে জানান,আমি দুষ্কৃতকারীর বিষদাঁত ভেঙে দেবো।কোন এলাকায় জুয়া খেলা চললে আমাকে তথ্য দেন,আমি কথা দিচ্ছি জুয়ার আসর গুড়িয়ে দেবো।বৃহম্পতিবার সকালে সদর ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই রবিন চন্দ্র মন্ডল যোগদানের পরের দিন এলাকার সুধীজনদের সাথে মতবিনিমিয় কালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু।জনগনের সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষে সমাজে অপরাধ দমন করা কঠিন হয়ে পড়ে।তাই আপনাদের কাছে আমার অনুরোধ অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ কে তথ্য দিন ও সহযোগীতা করুন।

সম্প্রতি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার সেকেন্ড অফিসার রবিন চন্দ্র মন্ডল বদলী সূত্রে সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনচার্জ হিসাবে যোগদান করেছেন।তিনি যোগদান করার পর থেকেই এলাকা থেকে অপরাধীরা পালিয়ে গেছে।এসেছে জনমনে স্বস্তি।সূত্র জানায় সাব-ইন্সপেক্টর রবিন চন্দ্র মন্ডল ২০১৩ সালে আউট সাইট ক্যাডেট হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করোন।বাগেরহাট কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কৃষ্ঞপদ মন্ডলের বড় ছেলে তিনি।সাতক্ষীরায় যোগদানের আগে তিনি ডিএমপির সাব-ইন্সপেক্টর হিসাবে খুব সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন