মাহফিজুল ইসলাম আককাজ: ‘আমাদের নূপুরের নিক্কন হোক প্রতিবাদী গর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব নৃত্য দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বর থেকে নূপুরের ছন্দে আর নৃত্যের তালে তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাছরিন খান লিপি’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, সাংগঠনিক সম্পাদক শামীমা পারভীন রত্মা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, দিপালোক একাডেমির পরিচালক বরুণ ব্যাণার্জী, কণ্ঠশিল্পি আবু আফ্ফান রোজ বাবু, চৈতালী মুখার্জী, উদীচির সিদ্দিকুর রহমান ও নবধারা একাডেমির পরিচালক কামরুল ইসলাম প্রমুখ। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাছরিন খান লিপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্মী মিসেস লাভলী কামাল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ। এসময় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নৃত্য শিল্পী ও নৃত্যপ্রেমি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। নূপুরের ছন্দে আর নৃত্যের তালে তালে এক মঞ্চে ২৩টি নৃত্য পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করা হয়। জেলার ৫টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামীমা পারভীন রত্মা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন