যশোর জেলার শার্শায় গোয়েন্দা পুলিশ  অভিযান চালিয়ে (৩০ এপ্রিল) রোজ মঙ্গল বার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম পলাশ মোড়ল (২৮)।

গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর মালেক প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যশোরের শার্শা থানাধীর দক্ষিণ বুরুজবাগান গ্রামে বিপুল পরিমাণ একটা মাদকের চালান একদল মাদক ব্যবসায়ী কেনা বেচাঁ করছে।এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নালের বাড়ীর সামনে কাচাঁ রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ পলাশ মোড়ল (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আব্দুর রহমান বাপ্পী নামে একজন মাদক ব্যবসায়ী ১২ হাজার টাকা ফেলে পালিয়ে যায়। আটক পলাশ মোড়ল শার্শা থানাধীর দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আব্দুর রবের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব শেখ মারুফ আহম্মেদ প্রতিবেদক কে জানান,যশোর জেলা পুলিশ সুপার জনাব মো:মঈনুল হক বিপিএম (বার) পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক জেলা ব্যাপি মাদক-জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যহত আছে।

 

তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা থানাধীর দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।তিনি আরো জানান আটকৃত আসামীকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে এস আই শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন