সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি জনাব মেরিনা আক্তার।প্রধান অতিথি তার ব্যক্তবে বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। জাতি তাদের কাছ থেকে অনেক কিছু আসা করে।তিনি বলেন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীরা দিন দিন নেগেটিভ জিনিষ গুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছে।তাদের কে এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে।শিক্ষার্থীদের কে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়ার ভালো দিক কোন গুলো ও খারাপ দিক কোন গুলো।তিনি বলেন ঢাকা শহরের শিক্ষার্থীদের বড় একটা অংশ বিভিন্ন মরণফাঁদের ভিডিও গেমে আসক্ত হয়ে যাচ্ছেন দিনের পর দিন।যার ফলে ইতি মধ্যে ভিডিও গেমের খেলায় সফলতা পেতে কয়েকজন শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন কে মুত্যুর মুখে ঠেলে দিয়েছেন।সুতরাং পারিবারিক ভাবে ও স্কুল কলেজের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কে ব্যাপকভাবে কাউন্সিলিং করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক বিষয়গুলো থেকে তাদের কে দুরে রেখে তাদের কে স্বাবাভিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।
সভায় আরো বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন, দেবব্রত কুমার মন্ডল, শেখ জাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল লায়লা।