চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ে আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা গতকাল সোমবার চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে মিথুন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করার জন্য সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন, চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ সুপার মোহাম্মদ হাসান বারী নুর, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বৌদ্ধ প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু বিকাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলা’র সভাপতি পূরবী বড়ুয়া, সাধারণ সম্পাদক অধ্যাপিকা ববি বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ মহিলার সাধারণ সম্পাদক চম্পাকলি বড়ুয়া, বুড্ডিস্ট লিডার্স ফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কানন চৌধুরী, বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সজিব বড়ুয়া ডায়মন্ড, কাজলপ্রিয় বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, রনেশ কুমার চৌধুরী, কৃষ্টি প্রচার সংঘ যুব’র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া বাপ্পা, রিকন বড়ুয়া, সীবলী সংসদ চট্টগ্রাম সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, বিপ্লব বিজয় বড়ুয়া প্রমুখ।

ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, আতংকিত না হয়ে নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ নিরাপত্তার মাঝেও সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং প্রতিটি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটি এবং প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত যা যা করণীয় সব বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য ইতিমধ্যেই নির্দেশ প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ের সকল বৌদ্ধ ধর্মালম্বীদের নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগ রক্ষা করার জন্য ডিআইজি কন্ট্রোলরুম নং চট্টগ্রাম রেঞ্জ-০১৭৬৯-৬৯১১৫৯, জেলা কন্ট্রোলরুম নং-০১৭৬৯-৬৯৪৫২৭ এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

দৈনিক আজাদী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন