সাতক্ষীরা গোয়েন্দা শাখার পরিদর্শক শাহরিয়ার হাসানের দ্রুত সুস্থ্যতা কামনা করে দেশ বাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব সাদেকুর রহমান সাদেক।গতকাল শুত্রবার রাত আনু ১১ টার দিকে ডিবি পরিদর্শক শাহরিয়ার হাসান মাইগ্রেন জনিত রোগে আক্রান্ত হইয়া শহরের মুনজিতপুরস্থ্য বাড়িতে অচেতন হয়ে পড়েন।পরে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব সাদেকুর রহমান সাদেক।বিষয়টি জানা মাত্রই সাদেক ও তার সহকর্মী সাইফুল সিবি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসেন পরিদর্শক শাহরিয়ার বাড়িতে।পরে অসুস্থ্য ইন্সপেক্টর কে অ্যাম্বুলেন্সে তুলে সোজা সিবি হসপিটাল এ নিয়ে যান সাদেক।পরে সেখানে দূত সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃকাজী আরিফ কে বাসা থেকে ডেকে নিয়ে ডিবি পরিদর্শক শাহরিয়ার হাসানের তড়িৎ চিকিৎসার ব্যবস্থা করে দেন ছাত্রলীগ সেক্রেটারি সাদেক।এসময় সিবি হাসপাতালে পরিদর্শক শাহরিয়ার হাসানের ইসিজি ও মাথার সিটি স্ক্যন করা হয়।খবরটি সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম,পরিদর্শক(অপারেশন্স) সেকেন্দার আলী, সদর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম ও ডিবি পুলিশের সহকারি সাব-ইন্সপেক্টর রাজু আহমেদ  সিবিআই হাসপাতালে দেখতে আসেন পরিদর্শক শাহরিয়ার হাসান কে। পরে আর জ্ঞান না ফেরায় তাকে সিবি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসায় রাখা হয়।পরিদর্শক শাহরিয়ার রিপোর্ট ও কাগজ পাত্রাদি দেখে সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃকাজী আরিফ বলেন সকাল পর্যন্ত অবজারভেশনে রেখে দেখি কি রেজাল্ট আসে।তিনি আরো বলেন যদি কোন ইমপ্রুভমেন্ট না হয়ে তাহলে তাকে খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা লাগতে পারে।

প্রসঙ্গত: সাতক্ষীরার ইতিহাসে সব চাইতে  বৃহৎ ইয়াবার চালান আটক করে এ-ই পুলিশ কর্মকর্তা পুলিশ  বাহিনীর ভাবমুর্ত্তি উজ্জল করেছেন।তাছাড়া জেলায় রেকর্ডব্রেক পরিমান অস্ত্র ও নাশকতা মামলার আসামি আটক করে তিনি মাদক ও জঙ্গী মুক্ত সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন