জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাঙালির জীবনে শতবছরের এক ঐতিহাসিক ইভেন্ট। বঙ্গবন্ধুর জন্য বাংলা ভাষা, স্বাতন্ত্র্য, স্বাধীন সত্ত্বা লাভ করেছি। নৌপরিবহন মন্ত্রণালয় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী যথাযথ গুরুত্ব সহকারে পালন করবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন।
বৈঠকে নৌপরিবহন সচিব মো: আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয় যে, নৌপরিবহন মন্ত্রণালয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে। এ উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সেমিনার, বঙ্গবন্ধু কর্তৃক বিভিন্ন সংস্থা পরিদর্শনের এ্যালবাম তৈরি, নৌসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সংকলন তৈরি, বিভিন্ন জেলায় ও জাতীয়ভাবে নৌকাবাইচের আয়োজন এবং নতুন চারটি মেরিন একাডেমীর শিক্ষা কার্যক্রম চালু করবে।
বৈঠকে আরো জানানো হয় যে, নৌপরিবহন মন্ত্রণালয় ২০২০ সনের মার্চ থেকে ২০২১ সনের মার্চ পর্যন্ত প্রতিমাসে একটি করে অনুষ্ঠানের আয়োজন করবে। বিভিন্ন দেশের সরকার প্রধানগণ যারা বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সাথে নৌ ভ্রমণ করেছেন সেগুলোর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। নৌভ্রমনের স্টার্টিং পয়েন্ট নারায়ণগঞ্জের খানপুরে একটি ‘স্মারক’ কিছু করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন