সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত আসামিদের নাম মামুন ও সেলিম।তাদের উভয়ের বাড়ি নারায়নগঞ্জ জেলাতে।বুধবার সন্ধার আগে তাদের কে শহরের সিটি কলেজের মোড় থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র জানায়,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম(সেবা) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ ও ডিবি পুলিশের ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সিটি কলেজের সামনে ডিবির সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমানের নেতৃত্বে এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই শরীয়াতুল্লাহ,কনস্টেবল সুমন,কনস্টেবল রবিউল, কনস্টেবল হুমায়ুন ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গতকাল বিকালে ৪০০(চারশত) পিচ ইয়াবা সহ আসামী ১। মোঃ মামুন মিয়া ২। মোঃ সেলিম মিয়া উভয় জেলা- নারায়ণগঞ্জ কে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আলী আহমেদ হাশেমী প্রতিবেদক কে জানান, আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আটককৃতদের বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন