সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২০ তম জন্মবার্ষিকী উদযাপিত।।

দ্বারা zime
০ মন্তব্য 454 দর্শন

 

আলতাফ হোসেন বাবুঃ সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা সাংস্কৃতিক পরিষদ-এর যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর মোঃ আব্দুল হামিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক।

অনুষ্ঠানে ‘মানবতার কবি নজরুল’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গাজী আজিজুর রহমান। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন গাজী শাহজাহান সিরাজ ও আশুতোষ সরকার।

নজরুলের কবিতা আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, হাম্ দ পেশ করেন অনিষা রায়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন শিল্পকলার সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন