২৯ মে ২০১৯ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৯ উদযাপিত হয়। দিবসটির প্রতিপাদ্য “Protecting Civilians, Protecting Peace”। দিবসটি উপলক্ষে সকাল ১০.০০ টায় সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে রাজশাহী কলেজ পর্যন্ত Peacekeepers commemoration শেষে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির , বিপিএম পিপিএম।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেজ্ঞের ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার),জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, জনাব তানভীর হায়দার চৌধুরী, উপ পুলিশ কমিশনার (সদর), জনাব মোঃ শহিদুল্লাহ ,পুলিশ সুপার, রাজশাহী, জনাব মহা হাবিবুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, ক্যাপ্টেন মোঃ মোজাম্মেল হক, বি আই আর সি, রাজশাহী , এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব ৫ সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থী, গার্লস গাইড, স্কাউট, রোভার, বিএনসিসি সদস্যবৃন্দ। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে আরএমপির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন