মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যশোর জেলা পুলিশ নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।শনিবার বিকালে যশোরের পুলিশ সুপার জনাব মো:মইনুল হক বিপিএম(বার)পিপিএম শহরের প্রাণ কেন্দ্র দড়াটানাস্থ বিভিন্ন বিপণী কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সাথে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সকলের মাঝে জঙ্গি বিরোধী লিফলেট বিতরণ করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে ঈদ নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্রদান করেন।ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন,কেন্দ্রীয় ঈদগাহে নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে।সেখানে এক দিন আগের থেকে তিন স্থরের নিরাপত্তা বলয় থাকবে।সাদা পোষাকে পুলিশ,ইউনিফর্ম পরিধানে পুলিশ আর র্্যাবের টহল তো থাকবেই বরাবরের মত।
পুলিশ সুপার আরো বলেন,সড়কে কোন ফিটনেস বিহিন গাড়ী চলতে দেওয়া হবেনা।বাস টার্মিন্যাল থেকে গাড়ি বের হওয়াার আগেই গাড়ির ফিটনেস ও চালকের ডি/এল চেক করবে পুলিশ।পরে তিনি রেল ও বাস স্টেশন পরিদর্শন করেন।বাস,ট্রেন ও চঞ্চ যাত্রীদের উদ্যেশ্যে পুলিশ সুপার বলেন,ঘরমুখো যাত্রীরা বাসে অপরিচিত লোকের দেওয়া কোন কিছুই খাবেন না ও আপনার পরিবারকেও খাওয়াবেন না।তিনি আরো বলেন বাসে চলাচলেে অজ্ঞান পাটি,মলম পার্টি সহ কোন সন্দেহজনক ব্যক্তিকে দেখলে সাথে সাথে নিকটস্থ পুলিশ ফাঁড়ি/থানা কে ফোন দিবেন,পুলিশ আপনাদের কে শান্তিপূর্ণ ঈদ যাত্রা দিতে প্রস্তুত।
এসময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,ডিবির ইনচার্জ মারুফ হাসান সহ সংশ্লিষ্ট এলাকার ওসি গণ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে তিনি যশোর বাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।