পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ঈদুল ফিতরের ছুটি শেষে আজ ০৯ জুন ২০১৯ খ্রি. রোববার সকালে প্রথম কার্যদিবসে বিভিন্ন ইউনিটের প্রধানগন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।আইজিপি বলেন পবিত্র রমজান এবং ঈদুল ফিতরে
পুলিশের বিভিন্ন ইউনিটের সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে এবারের রমজানে ও ঈদে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোসজনক ছিল । দেশের মানুষ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা, বাড়ি ফেরা এবং ঈদ উদযাপন করতে পেরেছেন। পুলিশ প্রধান সকল ইউনিট প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃমঈনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি ও সিআইডির প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম,অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুুুন,ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মো:হাবিবুর রহমান,স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিক সহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগন এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।