খুলনা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা থেকে মাদকব্যবসায়ী সিরাজুল মজিদ মামুন (৩৩), মোঃ মান্নান খান বনি (২৮) কে ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে।

এ সময় তাদের নিকট হতে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি নীল রঙের টিভিএস -১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক গ্রেফতার করে খুলনা জেলা ডিবি পুলিশের একটি চৌকশ দল।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, খুলনা তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এস, আই (নিঃ) লুৎফর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১১/০৬/২০১৯ ইং রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা কালে আসামী ১। সিরাজুল মজিদ মামুন (৩৩), ২। মোঃ মান্নান খান বনি (২৮) দ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৩৫ বোতল ফেন্সিডিল সহ তাদের ব্যবহারিত টিভিএস -১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ, খুলনা।

খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। খুলনা জেলাকে মাদক মুক্ত করতে আমরা আমাদের এই মাদক বিরোধী অভিযান চলছে চলবে। মাদকের এই ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদককে কোনোভাবেই ছাড় দেয়া হবে না সে যদি পুলিশের কোন সদস্য হয়ে থাকে তবে তাকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর  লুৎফর রহমান বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) স্মরনীয় ক্রমিক ৮(গ) ধারায় মামলা দায়ের করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন