সাতক্ষীরাতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ছিলো প্রার্থীদের প্রতিযোগিতার মেলা।প্রার্থীরা সকল নিয়মকানুন মেনে স্বতঃস্ফূর্ত ভাবে কনস্টেবল পদের প্রথম পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন।এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মো:সাজ্জাদুর রহমান বিপিএম দাড়িয়ে থেকে প্রার্থীদের উচ্চতা,বুকের মাপ সহ আনুষঙ্গিক বিষয় গুলো পর্যবেক্ষণ করেন।পরে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রাথমিক ধাপে নির্বাচিত করার লক্ষে প্রার্থীদের লং জ্যাম্প,দৌড় প্রতিযোগিতা, দড়ি বেয়ে উপরে ওঠা ইত্যাদির পরীক্ষা নেন পুলিশ সুপার ও নিয়োগ পরীক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা গণ।
নাম প্রকাশ না করার স্বর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন,এবার ভিন্ন মাত্রায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।তিনি বলেন,সাতক্ষীরায় এবার কোন তদবীরে পুলিশ নিয়োগ হচ্ছেনা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ হচ্ছে।তিনি আরো জানান,সম্পূর্ণ নিয়োগ পক্রিয়ার বিষয়টি পুলিশ হেড কোয়াটার্স থেকে পর্যবেক্ষক টিম এসে মনিটরিং করছে। এখানে কোন রকম দূর্ণীতির সুযোগ থাকছে না এবার।