পুলিশে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরিফুজ্জামান অরুণ (৪৫) নামে ওই আওয়ামী লীগ নেতা খুলনার তেরখাদা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে নগদ টাকাসহ চেক, ফাঁকা স্ট্যাম্প ও চুক্তিপত্রও উদ্ধার করেছে।

জানা যায়, পুলিশে কর্মরত আপন ৩ ভাইয়ের সহায়তায় বৃহত্তর খুলনা ছাড়াও পার্শ্ববর্তী জেলার লোকদেরও পুলিশে চাকরি দেয়ার নাম করে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান জানান, তেরখাদা থানার পানতিতা গ্রামের মৃত বাকি মোল্লার ছেলে আরিফুজ্জামান অরুণ দীর্ঘদিন ধরেই পুলিশে চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। রেফারেন্স দিতেন পুলিশে কর্মরত নিজের তিন ভাই- সার্জেন্ট সেকেন্দার আলী মোল্লা (কেএমপি), সার্জেন্ট মেহেদী (বাগেরহাট) ও এএসআই সোহাগ মোল্লাকে।

তিনি জানান, নুরুল ইসলাম নামে এক লোককে চাকরি দেওয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেন। তারপর আবারো টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন এবং ইতোপূর্বে দেয়া ১ লাখ টাকা আদায়ের জন্য ১ জুলাই তেরখাদা থানায় মামলা করেন। এরপর আজ সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন