শহরের রইচপুর এলাকার বিল আবাদানীর ৩’শ বিঘাসহ ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা   প্রশাসক এস এম মোস্তফা কামাল। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সরকারি সম্পত্তি পরিদর্শনে যান।

এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলার এসিল্যান্ড জনাব রনি আলম নূর, স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন কালুসহ এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ভূমি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সরকারি সম্পত্তির সিমানাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক কে অবগত করেন। ৩’শ বিঘা সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সরকারি সম্পত্তি রক্ষার্থে জেলা প্রশাসন সবধরনের কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরো বলেন, এই জমি নিয়ে অনেক উন্নয় পরিকল্পনা আছে। তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন