জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধা, অস্ত্র উদ্ধার ও সম্প্রতি কনস্টেবল  নিয়েগে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১১ লাখ টাকা সহ দুই প্রতারক কে আটক করায় ও আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান ডিবির শ্রেষ্ঠ এসআই হিসাবে সন্মাননা ক্রেষ্ট পেয়েছেন পুলিশ সুপারের কাছে থেকে। রবিবার দুপুরে জেলা পুলিশের জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাকে এ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম ।

বুধবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত কল্যাণ সভায় জুন মাসের অপরাধ পর্যালোচনা করে জেলার মধ্যে আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।সভায় পুলিশ সুপার ওসি মোস্তাফিজুর রহমানের হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান(বিপিএম)।সভায় পুলিশ সুপার সকল পুলিশ সদস্য কে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সততার সহিত তৎপর থেকে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ অফিসার দের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিপিএম।

তারমধ্যে জেলাব্যাপি রেকর্ডব্রেক পরিমান মাদক দ্রব্য জব্দ,রেকর্ডব্রেক পরিমান অস্ত্র উদ্ধার,সাজা প্রাপ্তা আসামি গ্রেপ্তার করে জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে সাতক্ষীরা থানার অধিনস্থ্য ইটাগাছা ফাড়ির আইসি ইসরাফিল হোসেন ও জেলায় আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রনে বিশেষ অবাদন রাখায় দ্বিতিয় ক্যাটাগরীতে ফাস্ট হয়েছেন সদর থানার সাব-ইন্সপেক্টর মানিক শাহ্।

এছাড়া জেনারেল ক্যাটগরীতে জেলার চৌকশ এসআই হিসাবে সদর থানার এসআই মহাসিন হোসেন ও জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে সদর থানার সহকারি সাব-ইন্সপেক্টর জনাব সুবাষ শিকদার সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।

অপর দিকে জেলার পূর্বজোনের শ্রেষ্ঠ থানা হিসাবে আশাশুনি থানা পুলিশ সন্মাননা পুরুস্কার পেয়েছেন।

অপরদিকে জেলায় রেকর্ডব্রেক মাদকদ্রব্য উদ্ধার,কনস্টেবল নিয়োগে ১১ লক্ষ টাকা সহ দুই প্রতারক আটক ও অস্ত্র উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান ডিবির শ্রেষ্ট এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন পুলিশ সুপারের নিকট থেকে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ্ উদ্দিনের সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,কালিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি জামিরুল ইসলা, তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃহুমায়ুন কবির,বিশেষ শাখার Di-1 মিজানুর রহমান,জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী,সাতক্ষীরা থানার ইনচার্জ মোঃমোস্তাফিজুর রহমান,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোমিন হোসেন,আশাশুনি থানার ইনচার্জ ,শ্যামনগর থানার ইনচার্জ হাবিল হোসেন,দেবহাটা থানার ইনচার্জ বিপ্লব কুমার সাহ,কালিগঞ্জ থানার ইনচার্জ হাসান হাফিজুর রহমান,পাটকেলঘাটা থানার ইনচার্জ মোঃরেজাউল ইসলাম,তালা থানার ইনচার্জ মেহেদী রাসেল,কলারোয়া থানার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।

সভায় পুলিশ সুপার আগামী ১১ জুলাই ২০১৯ তারিখ আলিপুরের উপ-নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর সার্কেল ও সাতক্ষীরা থানা পুলিশ কে বিশেষ নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন আলিপুরের উপনির্বাচন হবে অবাধ-সুস্ঠ ও নিরপেক্ষা।কোন রকম ভয় ভীতি উপেক্ষা পুলিশ সদস্যদের আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানান।পরে আর কারো কোন ব্যক্তব্য না থাকায় সকল কে ধন্যবাদ জানিয়ে জঙ্গী-মাদক ও সন্ত্রাস মুক্ত সাতক্ষীরা গড়ার লক্ষে শফৎ নিয়ে মাসিক কল্যাণ সভার সমাপ্তি ঘটান পুলিশ সুপার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন