বিসিএস (আনসার) ক্যাডারের ৩৫ ও ৩৬ তম ব্যাচের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে ৩৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ১০ জুলাই ২০১৯ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইতিহাস ঐতিহ্য ও গৌরবগাঁথা তুলে ধরেন এআইজি (হেলথ অ্যান্ড এডুকেশন) জনাব তাপতুন নাসরীন। এ সময় পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আশা প্রকাশ করে বলেন, এ সফরের ফলে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক পেশাগত সম্পর্ক আরও সুসংহত ও সুদৃঢ় হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন