সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূনঃভোট গ্রহন চলছে। সকাল ৯ টা থেকে এই ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এর আগে ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত হয় এখানে নির্বাচন। এই নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়।আজ অনুষ্ঠিত হচ্ছে এ ৫টি কেন্দ্রের নির্বাচন।

প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ মহিউর রহমান ও ধানেরশীষ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা  করছেন মোঃ আব্দুর রউফ।

দুপুর ১২ টা এই ৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৩০ পার্সেন্ট।
তবে, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার মোঃ ইয়াছিন আলী জানান, ভোট কেন্দ্রে বাইরে সকালে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি আইনশৃখংলা বাহিনীর নিয়ন্ত্রনে রয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্ব রত স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর জনাব মোমিন হোসেন  প্রতিবেদক কে বলেন, সকাল ৯ টার পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী,সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি মির্জা সালা্হউদ্দিন   ও সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃমোস্তাফিজুর রহমান এসে প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন । এছাড়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ ও  র‌্যাব -৬  সাতক্ষীরা এর অধিনায়ক   লে: মোঃ মাহমুদুর রহমান মোল্লার নেতৃত্বে  র‌্যাব    সদস্যেরা  সব সময় স্ট্রাইকিং ফোর্স  হিসাবে কেন্দ্রের আসে পাসে টহল রত আছেন।তিনি আরো জানান, বিজিবি ও আনসার সদস্যগণ প্রত্যেকটি কেন্দ্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।কোন রকম বিশৃঙ্খল  করার সুযোগ নেই এখানে।

উল্লেখ : এর আগে অনুষ্ঠিত ৪ টি কেন্দ্রের নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রউফ প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন