সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চেয়ারম্যান পদে পূনঃভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত হয় এখানে নির্বাচন। এই নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ ৫টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯,২২১ জন। এর মধ্যে পুরুষ ৪ ৫৯৭ জন ও মহিলা ৪,৩৩৪জন।
এর মধ্যে আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক পেয়েছে ১৩৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৭১৬ ভোট, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৭৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট, আলীপুর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৬০ ভোট, ধানের শীষ পেয়ে ১০১৩ ভোট, বুলারাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৫ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৫৭ ভোট ও দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৩৬ ভোট এবং ধানের শীষ প্রতিক পেয়েছে ৭৪৪ ভোট। ৫টি কেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ৪০৬৫ ভোট পেয়েছে ধান শীষ এবং নৌকা পেয়েছে ১৩৮৫।
পূর্বের ৪টি কেন্দ্রেসহ সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭শ। এর মধ্যে ধানের প্রতীকে ১০,১১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত আব্দুর রউফ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩,১১৭ পেয়ে পরাজিত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করছেন পুনর্নির্বাচনে জেলা রিটানিং অফিসার জনাব মো: নকিবুল হাসান
সূত্র: ডেইলি সাতক্ষীরা ডটকম।