মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি গোরস্থানের জায়গা সম্প্রসারণ বিষয়ে আলোচনা সভা ও ক্রয়কৃত জমির মালিকদের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বাদ জুমআ কামালনগর জামে মসজিদের সভাপতি ও কামালনগর সরকারি গোরস্থানের জায়গা সম্প্রসারণ কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘কামালনগর সরকারি গোরস্থান ও রসুলপুর সরকারি গোরস্থান দু’টি বহু আগে স্থাপন করা হয়েছে। যেকারণে জায়গা সংকট দেখা দিয়েছে। আমি নিজে দীর্ঘদিন ধরে পৌর এলাকায় আরো একটি নতুন গোরস্থান তৈরীর পরিকল্পনা হাতে নিয়ে জমি দেখাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষ মরণের পরেও বেঁচে থাকে তার ভাল কর্ম ও গুণের মাঝে। সাতক্ষীরার মানুষের ভালবাসায় আমি সিক্ত। মৃত্যু সকলের জন্য অবধারিত। তাই আমার জীবদ্দশায় সাতক্ষীরার মানুষের জন্য কিছু করতে চাই। সেজন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইয়াছিন আলী, সৈয়দ নাজমুল হক বকুল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, মীর তাজুল ইসলাম রিপন, মো. মশিউর রহমান বাবু, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, তানজীন কামাল তমাল প্রমুখ। কামালনগরে ১৫০ বছর আগে এ গোরস্থান স্থাপন করেছিলেন মুন্সি আব্দুর রব সরদার। তিনি কামালনগর জামে মসজিদের নামে ১৩ শতক ও গোরস্থানের নামে ৭০ শতক জমি দান করেছিলেন। ইতিমধ্যে কামালনগর ও সাতক্ষীরাবাসীর পরিশ্রম ও প্রচেষ্টায় ৩ কোটি টাকা দিয়ে গোরস্থান সম্প্রসারণের লক্ষ্যে ২ বিঘা জমি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ২ বিঘা জমির ১৩ জন মালিককে প্রত্যেককে ১ লক্ষ করে টাকার চেক প্রদান করা হয়। সকলের সহযোগিতা নিয়ে জমির ১৩ জন মালিককে বাকি অর্থ পরিশোধ করা হবে। এসময় কামালনগর জামে মসজিদ ও গোরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মসজিদের অসংখ্য মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন