মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় গর্ভবতী মা/ মহিলা গর্ভকালীন সময়ে নারীদের জন্য স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশন পেপসেপ প্রকল্প হেল্থ সেন্টারের আয়োজনে সুলতানপুর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কার্যালয়ে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর অণিমা রাণী মন্ডল, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, ঢাকা আহ্ছানিয়া মিশন’র প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম, হেল্থ টেকনিক্যাল অফিসার সোহেল রানা, সার্ভিস প্রমোটার মো. আনোয়ারুল ইসলাম, মো. খালেদ মোশারফ, কমিউনিটি ভলেন্টিয়ার দিলারা খাতুন, সাবিনা খাতুন প্রমুখ। ঢাকা আহ্ছানিয়া মিশন পেপসেপ প্রকল্প হেল্থ সেন্টারের পক্ষ থেকে গর্ভবতী মা/মহিলা গর্ভকালীন সময়ে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ২৪৫ টি পরিবার এ স্বাস্থ্য সেবা পাবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন