আজ ২৩ শে জুলাই রোজ মঙ্গলবার খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশ কতৃক আয়োজিত “ওপেন হাউস-ডে” হাউজ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে ডুমুরিয়া থানা পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃআমিনুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান।
এসময় প্রধান অতিথি ও খুলনা বি-সার্কেলের এডিশনাল এসপি সজিব খান তার ব্যক্তব্যে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে মানুষ হত্যার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা গুরুত্বর ফৌজদারী অপরাধ। তিনি বলেন ডুমুরিয়া একালায় কোন মাদক-জঙ্গী ও সন্ত্রাসবাদের ঠাই হবেনা।সাথে সাথে না জেনে,না শুনে গুজবে কান দেওয়া যাবেনা এবং সোস্যাল মিডিয়ায় কোন গুজব শেয়ার করা যাবেনা।
সজিব খান বলেন, এ পর্যন্ত যতগুলি গণপিটুনিতে মানুষ হত্যা করার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হচ্ছে।তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। দেশে বিচার-শালিশ করার জন্য আদালত আছে,বিচারক আছে, থানা পুলিশ আছে। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান আরো বলেন, তাই আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।আমি পরিস্কার ভাবে বলতে চাই কেউ যদি সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষে ফেইজবুকে সুড়সুড়ি দেয়,গুজব ছড়ায়, সামপ্রদায়িক দাঙ্গা ফ্যাসাদ তৈরি করতে চায়, তারা সাবধান হয়ে যান। গুজব ছড়ালেই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়ার চেয়ারম্যান গাজি মোঃ হুমায়ন কবির বুলু, ডুমুরিয়া মৎস্য বাজার সমিতির সভাপতি, সদর ইউনিয়নের সদস্যবৃন্দ সহ স্থানীয় মসজিদের ঈমাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।