বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টন জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) ২৪ জুলাই, ২০১৯ খ্রি. বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত গুজব প্রতিরোধে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলেন।

পুলিশ প্রধান  বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে  দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট শেয়ার করা হচ্ছে। ছেলেধরার গুজবে দেশজুড়ে গণপিটুনির ঘটনায় এখন পর্যন্ত ৩১টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে। এ সকল ফেসবুক একাউন্ট ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। সংবাদ সম্মেলনেে র‌্যাবের মহাপরিচালক ড.বেনজীর আহমেদ,অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান শফিকুল ইসলাম,অতিরিক্ত আইজিপি(এইচ আর এম) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পুলিশ হেড কোয়াটার্সের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন