চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন। পুলিশ প্রধানের নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে দেশের প্রত্যেকটি জেলার ন্যায় সাতক্ষীরা সদর থানা পুলিশ গুজব সচেতনতা সপ্তাহ শুরু করেছে।বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহিদুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) জনাব মোঃসেকেন্দার আলী ও সেকেন্ড অফিসার নজরুল ইসলাম শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছেলে ধরা গুজবে কান না দিতে শিক্ষার্থীদের কে কাউন্সিলিং করেন।এসময় ওসি মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে গুজব সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।পরে সেখান থেকে সদর থানার ওসি আবাদের হাট ও পরাণদহা গ্রামের ২ টি মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের নিয়ে গুজবে কান না দিতে তাদের সাথে কাউন্সিলিং করেন।এরপরে শহরের বড় বাজারে,ইটাগাছা বাজারের কয়েকটি ফলের দোকানে গুজব সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন ওসি মোস্তাফিজুর রহমান।    

অপরদিকে কয়েক দিন আগের থেকে শহর জুড়ে কয়েকটি মাইকে গুজোব বিরোধী সচেতনতা মুলক প্রচারণা শোনা যায়।শহরের সব কয়টি পয়েন্টে মাইকিং এর মাধ্যমে গুজব কান না দেওয়ার জন্য সাতক্ষীরা থানা পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক জনাব মুহিদুল ইসলাম কে গতকাল রাতে শহরের কয়েকটি কোরবানীর হাটে গুজব বিরোধী প্রচারণা করতে দেখা যায়।

    

এক প্রশ্নের উত্তরেে সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে বলেন,আমরা সপ্তাহ ব্যাপি গুজব বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছি কিন্তু গতকাল মাননীয় আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক বৃহম্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে গুজব সচেতনতা সপ্তাহ পালন করছি।

তিনি বলেন,গুজবে কান দেবেন না।না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়ায় গুজব শেয়ার করবেন না।তিনি সাতক্ষীরা সদর উপজেলার সর্বসাধারনের অবগতির জন্য বলেন,বেশ কিছুদিন যাবৎ ছেলে ধরা এবং বোরকা পরা পার্টির আতংঙ্ক বিরাজ করছে সব জেলায়। এ বিষয়ে কাউকে আতংঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

ওসি আরো বলেন, ছেলে ধরা সন্দেহে আইন হাতে তুলে নিবেন না।কাউকে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ।ছেলেধরা মনে করে কাউকে সন্দেহ করলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিন। কাউকে ছেলেধরা সন্দেহ করলে সাথে সাথে ওসি সদর থানা 01713-374141 কে ফোন দিন। নিজে সর্তক হউন অপর কে সর্তক করুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন