সাতক্ষীরায় বর্ষিয়ান  গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর স্বরণে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি বাংলোর হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।    বৃহস্পতিবার সন্ধ্যার পর এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা দায়রা জজ,ও জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত এ দুজন ব্যক্তির একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল ২০১৮ সালের সেপ্টেম্বরে ও ২০১৯ সালের জানুয়ারিতে সুবীর নন্দী মারা যান। তাঁদের স্বরণে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাতক্ষীরা জেলা প্রশাসন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।    

অনুষ্ঠানের শুরুতে জেলা দায়রা জজ,ও জেলা প্রশাসক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর রেখে যাওয়া অসংখ্য ভালো কাজের প্রশংসা করে শুভেচ্ছা ব্যক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সুবীর নন্দীর কয়েকটা গান পরিবেশন করেন সাতক্ষীরা সংঙ্গীত জগতের লিজেন্ড খুলনা বেতারের মিউজিক ডাইরেক্টর ও লিনেট ফাইন আর্ট্স একাডেমির চেয়ারম্যান জনাব আবু আফ্ফান রোজবাবু,সাতক্ষীরার রুনা লাইলা নামে খ্যাত সংঙ্গীত টিচার শামিমা পারভিন রত্না,সংগীত শিল্পী কামরুল ইসলাম,সংঙ্গীত শিল্পী চৈতালী মূখার্জী,  এডিসি মাহমুদুর রহমান ,জেলা খাদ্য কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, নাদিরা বেগম, কুমার ইন্দ্রজিত সাধু, এডিসি কণ্যা  ও সুষ্মিতা সাহা প্রমূখ।অনুষ্ঠান শেষে দুই কিংবদন্তী শিল্পীর আত্মার শান্তি কামনা করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন