মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভোমরাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি জি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ভোমরা স্থলবন্দরকে সকলের ব্যবসার জন্য উপযোগি করে গড়ে তুলতে হবে। পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা হলেও আজো তার প্রসার ঘটেনি। ভোমরা বন্দরগামী সড়কটির সংস্কার জরুরী। সকল শ্রমিক সংগঠনকে মিলে মিশে কাজ করার আহবান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য ডা. মুনছুর আহমেদ, ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জুয়েল হাসান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদেক, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরনী ও বার্ষিক আয় ব্যয়ের লিখিত হিসাব নিকাশ পাঠ করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। সভায় এক বছর তিন মাসের আয় দেখানো হয় ২০ লক্ষ ৮২ হাজার ৩শ’ ৪৫ টাকা এবং ব্যয় দেখানো হয় ১৬ লক্ষ ৯৪ হাজার ৮শ’১৭ টাকা ও অবশিষ্ট আছে ৩ লক্ষ ৮৭ হাজার ৫শ’২৮ টাকা। সোনালী ব্যাংকে মোট জমা আছে ৫৩ হাজার ৬শ’ ৮৩ টাকা। এসময় ভোমরা স্থলবন্দর ট্রানসএপার্ট মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্য ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন ও শাহিনুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন