শেখ ফারুখ: ‘শিক্ষাই বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (তৃতীয়) পর্যায়’শীর্ষক প্রকল্পের আওতায় সংসদ সদস্যের সৌজন্যে চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জি.এম মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহদে রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেয়। আমাদের দেশে মোট ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ শতাংশ। আমাদের পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের বেশি বেশি তালের চারা রোপন করার নির্দেশ দিয়েছেন। কারণ তাল গাছ বজ্রপাত প্রতিরোধক। প্রতিনিয়ত দেশে বজ্রপাতে মানুষ মৃত্যুবরণ করছে। আমরা সাতক্ষীরা সদর উপজেলায় বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধীসহ তাল গাছ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছি। সকলের বাসযোগ্য পরিবেশ তৈরী করতে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃক্ষ রোপন অভিযান করা হবে। বৃক্ষ রোপন অভিযানের মধ্য দিয়ে সাতক্ষীরাকে সবুজ শ্যামল পরিবেশ উপযোগি করে গড়ে তুলতে চাই।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্র কান্ত সরকার, শিক্ষক হাফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কালিগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান, তালা উপজেলা বন কর্মকর্তা এম.এম মিজানুর রহমান, কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ইউনুছ আলী প্রমুখ। এসময় পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বণজ, ঔষধী ও তাল গাছ রোপন করেন এবং বিদ্যালয়ের ১শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।