মাহফিজুল ইসলাম আককাজ:  ‘আপোষহীন পেশাদারিত্বে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’ পত্রিকার আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আগামীর পথচলা। শনিবার (২৭ জুলাই) রাত ০৯টায় শহরের কামালনগরস্থ লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে কেক কেটে নতুন অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’ সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে সৎ সাহসিকতা নিয়ে মাটি ও মানুষের কথা তুলে ধরবে। নতুন অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’ খুব শীঘ্রই পাঠকের মন জয় করতে সক্ষম হবে।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘খবর সাতক্ষীরা’ এর প্রকাশক জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা  আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক শামীম পারভেজ, সাংবাদিক শাকিলা ইসলাম জুঁই, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম, অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’ এর সম্পাদক আবু জাফর সিদ্দিকী, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ‘অন-লাইন পোর্টাল ‘খবর সাতক্ষীরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং পরে ফারহান শাবিব’র ৪র্থ তম জন্মদিনের কেক কাটা হয়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন