সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক খুলনা জেলা কমিটির প্রথম সভা আজ (মঙ্গলবার) বিকালে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ে সকল সরকারি দপ্তরের প্রধান, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই কমিটির সদস্য।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, এসডিজি বাস্তবায়নে জাতীয় পর্যায়ের নির্দেশামালা অনুসরণ করে সকল প্রকল্প গ্রহণ করতে হবে। প্রতিটি দপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। গতানুগতিক কাজের বাইরে এসে নিত্য নতুন উদ্ভাবনীর মাধ্যমে গুণগত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। উন্নয়নকে কেবল সংখ্যার ভিত্তিতে বিচার না করে টেকসই করার দিকে মনোযোগী হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃআনিচুর রহমান(ডিএসবি)  সহ  কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতিমাসে এই সভা নিয়মিত অনুষ্ঠিত হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন